নিজস্ব সংবাদদাতা, ভূপতিনগরঃ পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণের একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ'কে তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও আদালতে হাজির না হওয়ায় শনিবার ভোরে ভূপতিনগরে আসেন এনআইএ এর প্রতিনিধিরা।
অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেয়। তারা হামলা চালায় বলে এনআইএ সূত্রে খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার কোনো উত্তর পাওয়া যায়নি।