নিজস্ব সংবাদদাতা: অবশেষে গড়াবে ট্রেনের চাকা। বহুদিনের প্রতীক্ষার হতে চলেছে অবসান। শুরু হল বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজ। খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।
প্রায় এক যুগের অপেক্ষা। এই সময়ের মধ্যে আত্রেয়ী নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য নির্মিত হয়েছিল রেলের পিলার। সেই পিলারের কাজে হাত লাগাতে চলেছে রেল। রেলের অধিকৃত জমি তড়িঘড়ি খালি করার চেষ্টা চলছে। বালুরঘাট খিদিরপুর এলাকার রেলওয়ে ব্রিজের জমি অনেক আগেই খালি করা হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছিল গোলযোগ। জেসিবি নামিয়ে ১০০ মিটারের মধ্যে জায়গা খালি করার চেষ্টা চলছে জোর কদমে।
প্রায় সমস্ত বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে ১২ বছর আগে ওই এলাকায় ব্রিজের কাজ শুরু হয়েছিল। কিন্তু তারপর কোন এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় পিলার তৈরির কাজ। এবার নতুন করে পিলার তৈরি হওয়ায় খুশির হাওয়া সাধারণ মানুষের মনে।
দীর্ঘদিনের প্রতীক্ষার অবশেষে অবসান ঘটতে চলেছে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে এই প্রকল্প আরো ত্বরান্বিত হচ্ছে। রেল দপ্তর থেকে ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে রেলের কাছে ৩০ শতাংশ জমি হস্তান্তর করা হয়েছে। বালুরঘাট খিদিরপুর এলাকায় বড় রেলের ব্রিজ তৈরি করা হবে। আত্রেয়ী নদীর উপর দিয়ে তৈরি হবে সেই রেল ব্রিজ তৈরির কাজ। জমি হস্তান্তরের টাকাও চলে গিয়েছে প্রকৃত জমি মালিকদের হাতে। এদিন রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা ওই এলাকা পরিদর্শন করেন।