নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সবে বৈশাখ মাস শুরু হয়েছে। তাতেই ৪২ ডিগ্রি তাপমাত্রা পার। তীব্র তাপপ্রবাহে ইতিমধ্যেই মেদিনীপুর জেলা জুড়ে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে লু।
/anm-bengali/media/media_files/oLt2FY2F71HKHuL6jxF6.jpg)
মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়ার বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আজকের তাপমাত্রা ৪২.৪৬ ডিগ্রি সেলসিয়াস যা ২০২৪ সালে এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা। জেলা জুড়ে অনেকটাই জঙ্গলমহল ও লাল মাটি হওয়ায় তাপপ্রবাহ বেশি বলে মনে করছে হাওয়া অফিস। নাজেহাল সাধারণ মানুষ। একটু বৃষ্টির খোঁজে পর্যটকরা। জেলাজুড়ে গরমের তাপপ্রবাহ বেশি হওয়ায় প্রভাব পড়ছে অফিসের কাজকর্মে। তবে এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষের পাশাপাশি কর্মরত মানুষদেরও কাজে বেরোতে অসুবিধা হবে।
/anm-bengali/media/media_files/4BM6fyirb2JhIBC0ThM4.jpeg)
/anm-bengali/media/post_attachments/427adc2aef7cf78073f4f70619cc3fd33544d1a0325a027062682326d344ad40.webp)