বিদ্যাধরী নদীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝাঁপ

বিদ্যাধরী নদীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝাঁপ। আত্মহত্যার চেষ্টা ছাত্রীর। পুলিশের সক্রিয় ভূমিকায় প্রাণে বাঁচলো ওই ছাত্রী। তৎক্ষণাৎ হাড়োয়া থানার কর্তব্যরত পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

author-image
Jaita Chowdhury
New Update
FB_IMG_1739515688726

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বিদ্যাধরী নদীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝাঁপ। আত্মহত্যার চেষ্টা ছাত্রীর। পুলিশের সক্রিয় ভূমিকায় প্রাণে বাঁচলো ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকার ঘটনা। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ বিশেষভাবে সক্ষম দ্বাদশ শ্রেণীর ছাত্রী তথা ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তৎক্ষণাৎ হাড়োয়া থানার কর্তব্যরত পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তারপর পুলিশি জিজ্ঞাসা বাদে জানা যায় ২০২৫ সালে ১৮ বছরের ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিশেষভাবে সক্ষম এবং মানসিক ভারসাম্যহীন।

তবে কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করলেন? তা নিয়ে ছাত্রী নিজেও জানায়নি বা তাঁর পরিবারের সদস্যরা কেউই জানেন না পুলিশে জিজ্ঞাসাবাদ এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই ছাত্রীকে। পুলিশের সক্রিয় ভূমিকায় ছাত্রী ফিরে পেল প্রাণ আর পুলিশের এই ভূমিকায় ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।