নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক শেষ হওয়ার চারদিনের মাথায় রাজ্যে শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক। নয়া সময়সূচী অনুযায়ী সকাল ৯টা ৪৫ মিনিটা নাগাদ শুরু হল উচ্চ মাধ্যমিক। এদিন সকাল ৮টা থেকেই বিভিন্ন স্কুলের সামনে ভিড় জমাতে থাকেন পরীক্ষার্থীরা।
এই বছর পরীক্ষার নিয়মে এসেছে বেশ কিছু বদল। প্রথমে পরীক্ষার সময়সীমা সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ থাকলেও তা বদলে হয়েছে ৯টা ৪৫ মিনিট। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রতিটি পরীক্ষার ঘরে দু’জন করে গার্ড থাকবেন। ২৫ জন পরীক্ষার্থী পিছু একজন করে ইনভিজিলেটর থাকবেন ওই ঘরে। সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা থাকবে। এবারে পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।