নিজস্ব সংবাদদাতা: ৩৯টি প্লটে ৩৩৩টি বেআইনি নির্মাণের (Illegal Construction) অভিযোগ। এর মধ্যে আবার ২০টি সিঙ্গেল স্টোরেড বিল্ডিং। বিধাননগর পুরসভার (Bidhannagar Municipal Corporation) ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের (Calcutta High Court)। বেআইনি নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মন্তব্য আদালতের। বেআইনি নির্মাণ হয়ে চলেছে আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে, প্রতিক্রিয়া আদালতের। ৩০ দিনের মধ্যে বেআইনি নির্মাণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ। বিধাননগর পুরসভার কর্তৃপক্ষকে এমন নির্দেশ দিলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench)। ১৫ মে মামলার পরবর্তী শুনানি। ১৫ মে হাইকোর্টে রিপোর্ট দিতে হবে বিধাননগর পুরসভাকে।