নিজস্ব সংবাদদাতা: কালিয়াগঞ্জে (Kaliaganj) নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Rape and Murder) অভিযোগ। ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। ময়নাতদন্তের ভিডিও (Postmortem) এবং ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এফআইআর (FIR) ও ময়নাতদন্তের রিপোর্ট মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিলো হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে যে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights) চাইলে পুলিশ প্রশাসনের কাছে নথি চাইতে পারে। এই বিষয়ে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি, বরং দেহে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে বলে আদালতে জানান বিচারপতি মান্থা।