বর্ধমানে মোহন ভাগবতের সভার অনুমতি দিল হাইকোর্ট

বর্ধমানে মোহন ভাগবতের সভায় অনুমতি হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, যেহেতু রবিবার এবং মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের অনুষ্ঠান তাই কলকাতা হাইকোর্টের মনে হয়না কারাও অসুবিধা হবে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
u7clpod_mohan-bhagwat-_625x300_26_November_24

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বর্ধমানে মোহন ভাগবতের সভায় অনুমতি হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, যেহেতু রবিবার এবং মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের অনুষ্ঠান তাই কলকাতা হাইকোর্টের মনে হয়না কারাও অসুবিধা হবে।

 

আদালতের নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। শব্দ বিধি মেনে সভা করতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেই দিকে সংগঠকদের নজর দিতে হবে।

 

আইনজীবী ধীরজ দ্বীবেদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আইনজীবী বলেন, বর্ধমানের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া মাঠে সভা হবে। এক দেড় কিলোমিটারের মধ্যে কোন স্কুল নেই। অনুমতি নেওয়ার প্রয়োজনই ছিল না। কারণ স্পোর্টস অথরিটি অনুমতি দিয়েছে।কিন্তু যেহেতু মোহন ভাগবত জি জেড ক্যাটেগরি নিরাপত্তা পান।সেই জন্য পুলিশকে আমরা একটা ফরমাল চিঠি দিয়েছিলাম।আগামী রবিবার ১৬ ফেব্রুয়ারি ১১ টা থেকে বেলা ১২.১৫ পর্যন্ত সভায় উপস্থিত থাকবেন মোহন ভাগবত জি।কিন্তু পুলিশ জানায় অনুমতি দেওয়া সম্ভব নয়।মাধ্যমিক পরীক্ষা চলছে।

 

জায়গাটা স্পোর্টস অথরিটি অফ ইণ্ডিয়ার। প্রায় ৫০ বিঘা মাঠের মধ্যে একটা ছোট অংশে সভা। এখানে লোকজন থাকেন না। কাছাকাছি দুটি স্কুল। একটা দেড় কিলোমিটার দূরে আর একটা দু কিলোমিটার দূরে। স্পোর্টিস অথরিটি অনুমতি দিয়েছে সভা করার। 

 

এডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য লাউডস্পিকার বাজানোর উপর স্থগিতাদেশ জারি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত লাউডস্পিকার বাজানো যাবেনা। শুধুমাত্র সাউণ্ডবক্স চালানো যাবে। ৫০০ মিটারের মধ্যে একটা স্কুল আছে, আর একটা দেড় কিলোমিটারের মধ্যে স্কুল রয়েছে। ১০ হাজার লোক। ৪৫ টি মাইক লাগানোর আবেদন জানানো হয়েছে। 

 

বিচারপতি অমৃতা সিনহা বলেন, মাত্র ১ ঘন্টা ১৫ মিনিটের প্রগ্রাম। লোকসংখ্যা কমালে এবং লাউডস্পিকারের সাউন্ড যাতে কমিয়ে করা হয় আর মাইক কমালেই তো ঝামেলা থাকেনা? আর রবিবার তো পরীক্ষা থাকেনা!