১০৯৮ ও ১১২- বাল্যবিবাহ রোধে চালু হল হেল্পলাইন

কোন জেলায় চালু হল এই হেল্পলাইন নম্বর?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-25 at 8.43.43 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার জেলাশাসক খুরশেদ আলি কাদরি বাল্য বিবাহ রোধে একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেন এবং বিভিন্ন ভাষায় হেল্প লাইন নম্বর চালু করলেন। তিনি জানান যে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী প্রকল্প চালু করেছেন। স্কুলে গড়ে উঠেছে কন্যাশ্রী ক্লাব। তারা বাল্যবিবাহ ঠেকাতে সজাগ রয়েছে। এরপরও জেলার বেশ কিছু গ্রামে বাল্য বিবাহের মতো ঘটনা ঘটেছে। একে শূন্যে নামিয়ে আনতে সকলকে এগিয়ে আসতে হবে। 

জেলাশাসক এদিন বিভিন্ন ভাষায় লেখা '১০৯৮' ও '১১২' এই দুটি হেল্পলাইন নম্বর চালু করেন। জেলার ২১টি পঞ্চায়েত সমিতি এলাকার ৩০৪টি স্থানে এই নম্বর সম্বলিত পোস্টার লাগানো হবে যাতে সহজে সকলের নজরে পড়ে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলেই কন্ট্রোল রুমে খবর আসলেই পৌঁছে যাবে উদ্ধারকারী দল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হুন্নাইয়া, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণ মণ্ডলসহ অন্যান্যরা।

A data story on female child marriage in India - The Quantum Hub