নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-পাঁশকুড়া ৪ নম্বর রাজ্যসড়কের উপর দাসপুরের খুকুড়দহে সেতুটি খুবই দুর্বল যার জেরে আজ থেকে ভারী যানচলাচল বন্ধ থাকছে। জেলা প্রশাসনের তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘাটাল মহকুমা পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যে ওই সেতুতে নজরদারির জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও মহকুমার ঘাটাল, চন্দ্রকোনায় গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সতর্কতামুলক ব্যানার ও বিকল্প রুটের বিস্তারিত বিবরণ দিয়ে ব্যানার হোডিং দেওয়া হয়েছে।
দাসপুরের খুকুড়দহ সেতুর উপর দিয়ে অর্থাৎ ৪ নম্বর ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কের উপর দিয়ে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর হয়ে পাঁশকুড়ার মেছগ্রামে জাতীয় সড়কের সংযোগ স্থাপন করে।সেখান থেকে হাওড়া অপরদিকে খড়গপুর, মেদিনীপুরের সংযোগ রয়েছে। সেতু দিয়ে ১৬ টনের বেশি ভারী যানচলাচল নিষিদ্ধ হওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন দূরপাল্লার পণ্যবাহী গাড়ি। খুকুড়দহে রাজ্যসড়কের ধারে সারি সারি দাঁড়িয়ে রয়েছে বহু পণ্যবাহী ট্রাক। চালকদের দাবি,আগাম কোনো খবর না থাকায় সেতু পার হতে পারছে না তার আগেই পুলিশ আটকে দিয়েছে। এতে চরম ভোগান্তির শিকার তারা। গাড়ি ঘুরিয়ে তাদের অন্য রুটে ঘুর পথে যেতে হলে অনেকটাই সময় অপচয় হয়ে যাবে।
উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে ঘাটাল মহকুমা প্রশাসনের তরফে ওই সেতুর উপর দিয়ে ২০ টনের বেশি ভারী গাড়ি যাতায়াত বন্ধে নির্দেশিকা জারি করা হয়। সেতুর দু-দিকে বোর্ডে সেই নির্দেশিকা লেখাও ছিল। কিন্তু সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই ৩০-৪০ টনের লরি নিয়মিত যাতায়াত শুরু করায় নজরদারির অভাবে সেতুর অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। পূর্ত দপ্তরের তরফে ওই সেতু সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। ভারী যানবাহন যাতায়াতের জন্য জেলার অন্য একাধিক রুটে পণ্যবাহী গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। পুনরায় কবে খুকুড়দহ সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে দূরপাল্লার বিভিন্ন রুটের যানবাহন চালকেরা।