হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতে বিপর্যয়: ২২৩ রাস্তা বন্ধ

হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতে ৪ জনের মৃত্যু, ২২৩টি রাস্তা বন্ধ। ৫০০ পর্যটক উদ্ধার, উদ্ধার কাজ চলছে।

author-image
Debapriya Sarkar
New Update
snowfall kashmir.jpg

নিজস্ব সংবাদদাতা : হিমাচল প্রদেশে ক্রিসমাসের দিন প্রবল তুষারপাতের ফলে তীব্র বিপর্যয় সৃষ্টি হয়েছে। সিমলা, মানালি, কুলু, লাহুল-স্পিতি, চাম্বা, কিন্নর ও অন্যান্য এলাকায় প্রবল তুষারপাতের কারণে ২২৩টি রাস্তা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সিমলার ১৪৫টি, কুলুর ২৫টি ও মান্ডি জেলার ২০টি রাস্তা বন্ধ রয়েছে। আটারি-লেহ জাতীয় সড়ক ও সাঞ্জ-আউট সড়কসহ অনেক গুরুত্বপূর্ণ সড়ক বরফে ঢাকা পড়েছে। তুষারপাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাজ্যের ৩৫৬টি ট্রান্সফর্মার বন্ধ হয়ে গেছে।

snowfall gulmurg .jpg

এই বিপর্যয়ে ৪ জনের মৃত্যু হয়েছে, এবং ৫০০ গাড়ি আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্ধারকাজে ২৬৮টি মেশিন মোতায়েন করা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর রয়েছে। মন্ত্রী বিক্রমাদিত্য সিং জানিয়েছেন, আগামী ২৩৫টি সড়ক বুধবার সন্ধ্যার মধ্যে খুলে যাবে।

snowfall

এই অবস্থায়, রাজ্যবাসী এবং পর্যটকদের সতর্ক করে বলা হয়েছে, তুষারপাত ও বরফে ঢাকা সড়কে যাত্রা পরিহার করতে।