নিজস্ব সংবাদদাতা : ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) প্রধান আনন্দ দাস আজ জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফেঙ্গল বর্তমানে তামিলনাড়ুর উপকূল থেকে প্রায় ৩০০-৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তিনি বলেন, "এখন পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে আগামীকাল সন্ধ্যায় এটি তামিলনাড়ুর উপকূলে ল্যান্ডফল করতে পারে।"
![cyclone (1)](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/23/WZ5ERGEfKT2fDeXP29jU.jpg)
আনন্দ দাস আরও জানান, ঘূর্ণিঝড়টির ফলে তামিলনাড়ুর উপকূলে বাতাসের গতিবেগ ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে। উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ নভেম্বর, তামিলনাড়ুর অভ্যন্তরীণ এলাকাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
![Cyclone](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/21/GxOZsuJDBG7zRq5QguiG.jpg)
এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।