ভারী বর্ষায় নামল ধস, মাটির তলায় তলিয়ে গেল কুয়ো

ধসে গেল কুয়ো।

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতা, অণ্ডালঃ কিছুদিন আগে প্রবল নিম্নচাপের জেরে অতিরিক্ত বর্ষণের ফলে প্লাবিত হয়েছে বেশ কিছু জেলা। এছাড়াও ঝাড়খণ্ডের পাঞ্চেৎ ও মাইথন জলাধার থেকে বিপুল পরিমাণে জলরাশি ছাড়ার ফলেও প্লাবিত হয়েছে বহু এলাকা। এখনো বিভিন্ন জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। 

তারই মধ্যে আবার একবার নিম্নচাপের ভ্রকূটি। নিম্নচাপের জেরেই মঙ্গলবার রাত্রি থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। অতিমাত্রায় বৃষ্টিপাত হলেই খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসে। এর আগেও প্রবল বৃষ্টিপাতের সময় পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকার একটা স্কুলের সামনে ধসের ঘটনা সামনে এসেছিল। এবার আবার সেই চিত্র সামনে এলো। একদিনের বৃষ্টির জেরে ফের ধস দেখা গেল খনি অঞ্চলে। চোখের নিমেষে মাটির তলায় তলিয়ে গেল আস্ত এক কুয়ো।

ঘটনাটি ঘটেছে অন্ডালের মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়া এলাকায়। গ্রামের বাউরিপাড়ায় এই একটিমাত্র কুঁয়ো ছিল, যেখান থেকে পাড়ার বহু লোকেরা জল সংগ্রহ করত। গতকাল পর্যন্তও বহু মানুষ এই কুয়ো থেকেই জল নিয়েছে। বুধবার সকালবেলা এই কুয়ো থেকে জল নিতে আসার সময় দুই মহিলা লক্ষ্য করেন ওর আশেপাশের এলাকার মাটি কাঁপছে এবং ফাটলও ধরেছে কোনও কোনও জায়গায়। ভয়ে তড়িঘড়ি ওই চত্বর ছেড়ে দূরে যেতেই, চোখের পলকে ধীরে ধীরে আস্ত একটি কুয়ো মাটির তলায় তলিয়ে গেল।

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, তবে কোনো রকম প্রাণহানি বা দুর্ঘটনার খবর সামনে আসেনি। তবে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। স্থানীয় বাসিন্দারাই কুয়ো এলাকা চত্বর বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন, যাতে ওই দিকে কোনও বাচ্চা বা কোনও গবাদি পশু পৌঁছাতে না পারে।