নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েকদিন ধরে অতিভারী বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত দার্জিলিং। বৃষ্টিপাতের ফলে দার্জিলিং থেকে কালেবুং যাওয়ার রাস্তা রীতিমতো বন্ধ। এছাড়া সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় বেড়েছে জলস্তর। আর সেই জল বয়ে চলছে রাস্তার উপর দিয়ে।
উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করেছে। তার জেরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিম উত্তরে প্রবল বৃষ্টিপাত চলছে। বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নেমেছে। তিস্তার জল যেমন উপচে দার্জিলিংয়ে রাস্তার উপর দিয়ে বইছে। ঠিক তেমনই ধসের জেরে একাধিক এলাকার রাস্তা বারংবার বন্ধ হয়ে যাচ্ছে।
সূত্রে খবর, পরিস্থিতি মোকাবেলায় সিকিম প্রশাসন সব রকমভাবে চেষ্টা করছে। প্রতিদিন একাধিক দল তৈরি করা হচ্ছে। যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গা পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে। বেড়াতে গিয়ে যে পর্যটকরা আটকে পড়ছেন তাঁদের সরিয়ে আনার দ্রুত চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত।