আগামী দুদিন রাজ্যে ভারী বৃ্ৃষ্টিপাতের সম্ভাবনা

দক্ষিণের কোন জেলায় দামাল হবে বর্ষা ?

author-image
Adrita
New Update
আ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মৌসুমি বায়ুর ফলে রাজ্যে সশুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গত ৪৮ ঘন্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলীয় জেলার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গে ভারী বৃষ্টি হবে। 

Rain in Kolkata: কিছুক্ষণের মধ্যেই ফের বৃষ্টি কলকাতায়, কালবৈশাখীর দেখা  মিলতে পারে ৬ জেলায় - Bengali News | Rain again in Kolkata, Kalbaishkhi may  be seen in 6 districts, says weather office |

আরও জানা গিয়েছে যে, রবিবার বিকেলের পর ও সোমবার হালকা বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যার পর ক্রমশ বৃষ্টি কমবে। ১৭ই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। 

Weather Update: উত্তর আবারও ভারী বৃষ্টি, দক্ষিণ আর কবে হবে? জানুন ওয়েদার  আপডেট - west Bengal weather update heavy to very heavy rain forecast in 5  district of west Bengal kolkata weather

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। আজও দিনের বেশিরভাগ সময়ে আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়।

Adddd