নিজস্ব সংবাদদাতাঃ মৌসুমি বায়ুর ফলে রাজ্যে সশুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গত ৪৮ ঘন্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলীয় জেলার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গে ভারী বৃষ্টি হবে।
আরও জানা গিয়েছে যে, রবিবার বিকেলের পর ও সোমবার হালকা বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যার পর ক্রমশ বৃষ্টি কমবে। ১৭ই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। আজও দিনের বেশিরভাগ সময়ে আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়।