দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন স্কুল, বাতিল হল স্কুলের সমস্ত পরীক্ষা

গত দুদিনের টানা বৃষ্টি, জলবন্দী স্কুল। স্কুলের পরীক্ষা বাতিল করল স্কুল কর্তৃপক্ষ। জমা জল বের করতে লাগানো হল পাম্প।

author-image
Probha Rani Das
New Update
vxccv27.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গত দুদিনের টানা বৃষ্টি, জলবন্দী স্কুল। স্কুলের পরীক্ষা বাতিল করল স্কুল কর্তৃপক্ষ। জমা জল বের করতে লাগানো হল পাম্প। এমন ছবি ধরা পড়লো বাঁকুড়ায়। বৃষ্টির জলে জলবন্দী বাঁকুড়ার স্কুলের ক্যাম্পাস। বৃষ্টির জমা জলে জল থৈথৈ অবস্থা স্কুল ক্যাম্পাস।

vxccv28.jpg

ছবি বাঁকুড়ার ওন্দা গার্লস  হাইস্কুলের। পাশাপাশি জলবন্দী পরিস্থিতি স্কুলের গার্লস হোস্টল। স্কুলের জমা জল বের করতে লাগানো হল পাম্প। ছাত্রীদের কথা মাথায় রেখেই স্কুলের এই পরিস্থিতির জন্য শুক্রবারের পরীক্ষা বাতিল করল স্কুল কর্তৃপক্ষ।

vxccv29.jpg

স্কুল কর্তৃপক্ষের দাবি প্রতি বছর এই সমস্যায় মধ্যে পড়ছে স্কুল। স্কুলের জল বেরানোর কোন নিকাশি ব্যবস্থা নেই। বার বার সব দফতরে জলনিকাশি ব্যবস্থার জন্য দরবার করা হলেও সমস্যায় সমাধান হয়নি।

vxccv30.jpg

তাই বেশী বৃষ্টি হলেই স্কুলের এই অবস্থা তৈরি হচ্ছে। স্কুলের ছাত্রীরা সমস্যায় পড়ছে। একই দাবি করেছেন স্কুলের সভাপতি। স্থানীয়দের দাবি নিকাশি ব্যবস্থা না থাকার কারনে এই পরিনতি হচ্ছে। 

Adddd