নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সকাল থেকেই ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতার আকাশ ইতিমধ্যেই ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। শহরতলির বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আজ সারাদিনই বৃষ্টি হবে শহরতলিতে। গত কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তি পেতে চলেছে শহরবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃষ্টি হবে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ সকাল থেকেই হুগলীর বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।