নিজস্ব সংবাদদাতাঃ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর যেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
/anm-bengali/media/post_attachments/65f51bf57afa690315aa424f80c00f48604ed82abe9566163c5f25d6d1c926f5.jpg)
জানা গিয়েছে যে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
/anm-bengali/media/post_attachments/c916cb0e3235d9dede410063925ae05cc7a0d3a03e8a0b7e1e79043ef536ef72.jpg?v=at&w=1280&h=720)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। কালিম্পঙে নেমেছে ধস। এর ফলে জাতীয় সড়কে ব্যহত হয়েছে যান চলাচল।
/anm-bengali/media/post_attachments/701be77ea6886e20635f146fedb3811e5116fe4fd295e9c32d7f9cdf5f265043.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)