ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের যেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ভাসবে এই জেলাগুলো।

author-image
Adrita
New Update
তফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর যেরে দক্ষিণবঙ্গে ভারী  বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

Cyclonic Storm: IMD sounds alert for heavy rain along Odisha, Bengal coasts  – India TV

জানা গিয়েছে যে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

New Low-Pressure Areas in Arabian Sea and Bay of Bengal To Soak Both Indian  Coasts! | Weather.com

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। কালিম্পঙে নেমেছে ধস। এর ফলে জাতীয় সড়কে ব্যহত হয়েছে যান চলাচল। 

IMD alerts: Cyclone Gulab weakened into low-pressure to bring heavy rainfall  in 5 states till Sept 30 | Latest News India - Hindustan Times

Adddd