ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বিক্ষোভে শ্রমিকরা

বিক্ষোভে শ্রমিকরা।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা মিশ্র ইস্পাত কারখানায় আজ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে শ্রমিকরা।

অগ্নিকাণ্ডের জেরে ক্ষোভে ফেটে পড়লো শ্রমিকদের একাংশ। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ সকাল নাগাদ মিশ্র ইস্পাত কারখানার এসএমএস এর তিন নম্বর ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

আরও জানা গিয়েছে যে, দমকলের ৪ টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার বেশ কিছু প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও। যার ফলে পুনরায় কাজ শুরু করতে সমস্যা হবে আগামী দিনে। এই নিয়ে কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন আই. এন. টি. ইউ. সি'র কর্মী সমর্থকরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেলো শ্রমিকরা।

Adddd