নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দিনের পর দিন নোংরা আবর্জনায় ভর্তি হচ্ছে ডেবরা বাজার। পরিষ্কার করার উদ্যোগ নেবে কে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ডেবরা বাজারে।
পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম জায়গার নাম হল ডেবরা যার ওপর দিয়ে চলে গিয়েছে ১৬ নং জাতীয় সড়ক। আর এই সড়কের ওপরেই অবস্থান ডেবরা বাজারের।তবে বর্তমান পরিস্থিতিতে ডেবরা বাজারের ব্যাবসা, দোকানদারদের ব্যবসায় স্বচ্ছতা থাকলেও এলাকা স্বচ্ছ নেই। এর কারণ বছরের পর বছর ধরেই ডেবরা ওভারব্রিজের দুইপাশ নোংরা আবর্জনায় ভর্তি। নেই কোনও সরকারি শৌচালয়। ওভারব্রিজের তিনদিকেই প্লাস্টিক, কাগজ, জলের বোতল, মাটির ভাঁড় ভর্তি। কোথাও কোথাও বাসি খাবার ফেলার ফলে দুর্গন্ধ বেরোচ্ছে। কোথাও চলছে প্রকাশ্যে প্রস্রাব করাও। নেই কোনোও ডাম্পিং ওয়ার্ড।
স্থানীয় মানুষজনের দাবি, বার বার সব জায়গায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। শুধু মাত্র ডেবরা বাজার মুম্বাই রোড নাগরিক কল্যাণ কমিটির তৈরী একটি মাত্র শৌচালয় রয়েছে। নোংরা আবর্জনার কথা বলায় সোজাসুজি অভিযোগের তীর উঠল ন্যাশন্যাল হাইওয়ের দিকে। এই সংগঠনের দাবি, ন্যাশন্যাল হাইওয়ের পাশে যে সমস্ত নোংরা আবর্জনা রয়েছে তা পরিষ্কার করার দায়িত্ব তাদেরই। যদিও এই বিষয়ে নিশ্চুপ ন্যাশন্যাল হাইওয়ের কর্তৃপক্ষ। তাহলে প্রশ্ন উঠছে ডেবরা বাজারে দিনের পর দিন যেভাবে নোংরা আবর্জনা জমা হচ্ছে আগামীদিনে তো অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী হবে। স্বচ্ছ অভিযানের উদ্যোগ নেবে কে?