বন্যা দুর্গত এলাকায় বসবে হেলথ ক্যাম্প, জানালেন জুনিয়র ডাক্তাররা

আগামীকাল বিকাল তিনটা নাগাদ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। এরপরে তারা যাবেন বন্যা কবলিত এলাকাগুলিতে।

author-image
Debapriya Sarkar
New Update
Junior doctors

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল বিকেল ৩টে নাগাদ স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই অভিযানে সাধারণ নাগরিকদের যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। শনিবার থেকে জরুরি বিভাগে তাদের যোগদান শুরু হবে, তবে আংশিক কর্মবিরতি বজায় থাকবে।

Junior doctor protest

আন্দোলনকারীরা জানান, ন্যায়বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে যতদিন প্রকৃত দোষীরা ধরা না পড়ছে। কাল মিছিলের পর তারা কলেজে ফিরে যাবেন এবং বন্যা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করবেন। জুনিয়র ডাক্তারদের কথা, একজন ডাক্তার হিসেবে তারা কখনোই কর্তব্যের জায়গা থেকে সরে যেতে পারেন না। পশ্চিমবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য পর্যাপ্ত ত্রাণ ও মেডিকেল ক্যাম্পের প্রয়োজন। আগামীকাল সেই উদ্দেশ্যেই রওনা দেবেন তারা।

Junior doctors

তবে তারা এই বিষয়টিও স্পষ্ট করেন যে, আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি ও রাজ্যের নির্দেশিকার কার্যকরী