হকারদের বিক্ষোভে উত্তাল আরও এক স্টেশন! ব্যাহত ট্রেন পরিষেবা

হাওড়ায় হকারদের সঙ্গে রেলপুলিশের ঝামেলার জেরে হুগলি স্টেশনে বিক্ষোভ দেখান হকার সংগঠনের সদস্যরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ঞ্জ

সংগৃহীত

নিজস্ব সংবাদদাতাঃ শনিবাসরীয় বিকালে হাওড়া স্টেশনে হকারদের সঙ্গে আরপিএফ-এর গন্ডগোলের প্রভাব পড়ল হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচলে। হাওড়ায় হকারদের উপর লাঠিচার্জ ও গ্রেফতারির প্রতিবাদে শনিবার সন্ধ্যায় হাওড়া-ব্যান্ডেল শাখার হুগলি স্টেশনে অবরোধ করে সারা বাংলা হকার সংগঠনের সদস্যরা। এর জেরে ব্যান্ডেল শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পৌনে ৮টা থেকে শুরু হয় অবরোধ। এক ঘণ্টার বেশি সময় পর অবরোধ উঠলেও ট্রেন পরিষেবা ব্যাহত হয়। ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অন্যদিকে হাওড়ার নলপুর স্টেশনেও হকাররা রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান।

সূত্রে খবর, হুগলি স্টেশনে অবরোধের জেরে কয়েকটি দূরপাল্লার গাড়ি এবং ৯টি লোকাল ট্রেন প্রায় এক ঘণ্টা দেরিতে চলছে। ব্যান্ডেল জিআরপি এবং চুঁচুড়া থানার পুলিশ এসে অবরোধ তোলে। কিন্তু হাওড়া স্টেশনে যে সমস্ত হকারকে আরপিএফ আটকে রেখেছে তাঁদের নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।