বাইক আছে? মানছেন না এই নিয়ম? এবার শুরু ধরপাকড়- ধরা পড়লেই দিতে হবে জরিমানা

যানজট মুক্ত করতে শহর জুড়ে অভিযান পুলিশের, জরিমানা করা হলো একাধিক মোটর বাইককে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
appbike

File Picture

নিজস্ব সংবাদদাতা: একদিকে টোটো দৌরাত্ম্য অন্যদিকে যত্রতত্র রাস্তার উপরেই রেখে দিচ্ছে বিভিন্ন যানবাহন। সঙ্গে রয়েছে ফুটপাতে দোকানদারেরা। ফলে দিনের পর দিন সংকুচিত হচ্ছে মেদিনীপুর শহরের রাস্তা। বাড়ছে যানজটের দুর্ভোগ। এবার যানজটমুক্ত করতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভা। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দশটি মোটর বাইককে জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানার আগে সাবধান করে দিয়েছিল ট্রাফিক পুলিশ।

c

 বলে দিয়েছিলেন কোনভাবে রাস্তার উপর বা পাশে গাড়ি পার্কিং করে দোকানে কেনাকাটা, দেদার আড্ডা দেওয়া চলবে না। সেই সব কথা কানেই দেয়নি অনেকে। বুধবার সেই সমস্ত গাড়ির চালকদের জরিমানা করা হলো। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশটি গাড়িকে জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে ট্রাফিক পুলিশ সূত্রে। একদিকে যখন পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। অন্যদিকে টোটোর বাড়বাড়ন্ত রুখতেও পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। এর আগে একাধিক বৈঠকে হয়েছে টোটো ইউনিয়ন সহ পরিবহন দপ্তরের সঙ্গে। শহরকে কিভাবে টোটোর যানজট মুক্ত রাখা যায় তার পরিকল্পনাও চলছে।

Adddd

Medinipur | West Bengal | Bike | Police