হাড়হিম করা ঘটনা দুর্গাপুরে, বৌদিকে কুপিয়ে খুন দেওরের

এলাকায় চাঞ্চল্য।

author-image
Adrita
New Update
আবাসনের লিফট থেকে পড়ে মৃত্যু ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ বৌদিকে কুপিয়ে খুন দেওরের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। জানা গিয়েছে মৃতা গৃহবধুর নাম বিন্দু রুইদাস (৩২)। এই ঘটনায় আহত মৃতা গৃহবধুর শাশুড়িও। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাসকে। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার সাত সকালে বৌদির সাথে বিষ্ণুর বচসা হয়। তারপরেই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় মেঝে। বিন্দুর শাশুড়ি মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও কোপ বসায় বিষ্ণু। তিনি চিৎকার করে গোটা পাড়ার লোককে ডাকতে থাকে। ঘটনাস্থলে গোটা এলাকার লোক ছুটে আসে। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কি কারণে মৃত্যু তা কোন সঠিকভাবে জানা যায়নি।

এই ঘটনায় এসিপি সুবীর রায় বলেন, ' অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে আমরা খুব দ্রুত গ্রেপ্তার করেছি। পারিবারিক বিবাদের ছেড়ে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত করবে ফরেন্সিক দলও। '