ঘরে ঘরে তিরঙ্গা!

ঘরে ঘরে তিরঙ্গা! স্বাধীনতা দিবসের প্রাক্কালে উদযাপিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। দুর্গাপুরে বাড়ি বাড়ি বিতরণ করা হল তিরঙ্গা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চলছে এই কর্মসূচি।

author-image
Pallabi Sanyal
New Update
1111111111

হরি ঘোষ, দুর্গাপুর : আসছে ১৫ অগাস্ট। শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দিবস। সেই দিবসকে স্মরণীয়, বরণীয় করে রাখতে এবারও হর ঘর তিরঙ্গা কর্মসূচি। ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ঘরে ঘরে তেরঙা জাতীয় পতাকা টাঙানোর কর্মসূচি ।গত বছরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেছিলেন। এরপর কার্যত গোটা দেশজুড়ে ১৫ অগাস্ট জাতীয় পতাকা ঘরে ঘরে উত্তোলিত হয়। আর এই বছর সেই কর্মসূচিকে দুর্গাপুরে ইস্পাত নগরের বুকে পালিত করতে প্রায় ৫ হাজার মানুষের বাড়িতে তিরঙ্গা পতাকা পৌঁছালেন  ইস্পাতনগরীর বিশিষ্ট সামাজিক সমাজসেবী পারিজাত গাঙ্গুলী। শনিবার ও রবিবার দুর্গাপুরের চন্ডীদাস সংলগ্ন বিজোন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে তিরঙ্গা পতাকা ও মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি। তার এই কর্মকাণ্ডে খুশি ইস্পাত নগরীর বাসিন্দারা।