১৯৫৬! ২০২৩-এও শুভেচ্ছা বার্তার বন্যায় ভাসছে পুরুলিয়া

পূর্বে বজ্র ভূমি নামে পরিচিত থেকে কয়েক দশক ধরে ভূখণ্ডে ব্যাপক পরিবর্তনের পর জেলা পুরুলিয়া তার বর্তমান অবস্থান পেয়েছে।পুরুলিয়ার প্রাচীন ইতিহাস বজ্র-ভূমি নামে চিত্রিত হয়েছিল।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বাংলার ইতিহাসে আজকের দিনটা উল্লেখ যোগ্য। বলা যায় গর্বের দিন। কারণ ১ নভেম্বর পশ্চিমবঙ্গের মানচিত্রে যুক্ত হয়েছিল নতুন একটি জেলা, যার নাম পুরুলিয়া। কাছেপিঠে ঘুরতে যাওয়ার জন্য যেসব ডেস্টিনেশনের কথা মনে আসে তার মধ্যে অন্যতম এই পুরুলিয়া। অযোধ্যা পাহাড়,  ঝর্ণা, নদী, সবুজের বাহার, পলাশ, ছৌ নাচ, টুসু পরব, নদী বাঁধ-এ সবকিছুই পর্যটকদের কাছে আজও আকর্ষণীয়। পুরুলিয়ার প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা পোস্ট বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, ''শুভ জন্মদিন পুরুলিয়া।১৯৫৬ সালের আজকের দিনে (১ নভেম্বর) মানভূমের খণ্ডিত অংশ বিহার থেকে যুক্ত হয়েছিল পশ্চিমবাংলার সঙ্গে। পশ্চিমবঙ্গের মানচিত্রে যুক্ত হয়েছিল নতুন একটি জেলা— পুরুলিয়া।আমার প্রিয় জেলা পুরুলিয়া কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।''

 

 

hiring 2.jpeg