BREAKING: ধর্মের ভিত্তিতে ভারতের একতা নষ্ট করতে পারবে না জঙ্গিরা! কড়া বার্তা প্রধানমন্ত্রীর
BREAKING : জল আর রক্ত একসাথে বইতে পারে না ! পাকিস্তানকে বড় বার্তা দিলেন মোদি
BREAKING: বাহাওয়ালপুর এবং মুরিদকে- নাম উল্লেখ করে বিশেষ দাবি করে দিলেন মোদী!
BREAKING: অপারেশন সিঁদুরে প্রমাণিত হয়েছে পাক সরাসরি জঙ্গিদের মদত দেয়! গর্জে উঠলেন প্রধানমন্ত্রী
BREAKING : নিউক্লিয়ার শক্তিকে ভয় করে না ভারত ! বড় দাবি করলেন প্রধানমন্ত্রী মোদি
পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যু, বিশেষ কমিটি গড়ল খড়গপুর আইআইটি
তিনদিনে পাকিস্তানের সামরিক কাঠামো ভেঙে দিয়েছে ভারত! যুদ্ধ বিরতি নিয়ে বড় তথ্য দিলেন প্রধানমন্ত্রী
BREAKING: ভারতের প্রতিটি কন্যা, বোন এবং মাকে অপারেশন সিঁদুর উৎসর্গ করলেন মোদী!
BREAKING : কেউ ভাবতেও পারেনি ভারত এত কঠিন সিদ্ধান্ত নেবে ! অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন মোদি

হলদিয়া পেট্রোকার্বন কারখানার নতুন প্রকল্পের জন শুনানি

নতুন প্রকল্পের জন শুনানি।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, হলদিয়াঃ কারখানা তৈরীর জন শুনানি হলদিয়ায়। হলদিয়া পেট্রোকার্বন কারখানার নতুন প্রকল্পের জন শুনানি অনুষ্ঠিত হলো কারখানার মধ্যে। হলদিয়ার  বর্ধান্যঘাটা মৌজায় ইস্পাত তৈরীর সম্প্রসারণ নতুন প্রকল্পের জন্য এলাকাবাসীকে নিয়ে দুপুরে জন শুনানি অনুষ্ঠিত হলো। প্রায় ১৬ একর জমি নিয়ে প্রকল্পটি শুরু করা হবে। কারখানাটি শুন্য বর্জন কারখানা হিসেবে তৈরি করা হবে বলে দাবি কারখানার কর্তৃপক্ষের।

৯১ কোটি টাকা খরচে কারখানাটি তৈরি হলে প্রায় ৩০০ জন শ্রমিকের সরাসরি কাজে নিয়োগ হবে। জন শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী ,পরিবেশ দপ্তরের প্রতিনিধি শিশির মন্ডল , পেট্রোল কার্বন কারখানার সিনিয়র ম্যানেজার কৌস্তব চট্টোপাধ্যায়। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা ও কারখানার শ্রমিকরা। জনসভা নিতে আসা এলাকাবাসীরা কারখানা তৈরির পক্ষে সামাল করলেন। এতে খুশি কারখানা কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তারা।