নিজস্ব সংবাদদাতা, হলদিয়াঃ কারখানা তৈরীর জন শুনানি হলদিয়ায়। হলদিয়া পেট্রোকার্বন কারখানার নতুন প্রকল্পের জন শুনানি অনুষ্ঠিত হলো কারখানার মধ্যে। হলদিয়ার বর্ধান্যঘাটা মৌজায় ইস্পাত তৈরীর সম্প্রসারণ নতুন প্রকল্পের জন্য এলাকাবাসীকে নিয়ে দুপুরে জন শুনানি অনুষ্ঠিত হলো। প্রায় ১৬ একর জমি নিয়ে প্রকল্পটি শুরু করা হবে। কারখানাটি শুন্য বর্জন কারখানা হিসেবে তৈরি করা হবে বলে দাবি কারখানার কর্তৃপক্ষের।
৯১ কোটি টাকা খরচে কারখানাটি তৈরি হলে প্রায় ৩০০ জন শ্রমিকের সরাসরি কাজে নিয়োগ হবে। জন শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী ,পরিবেশ দপ্তরের প্রতিনিধি শিশির মন্ডল , পেট্রোল কার্বন কারখানার সিনিয়র ম্যানেজার কৌস্তব চট্টোপাধ্যায়। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা ও কারখানার শ্রমিকরা। জনসভা নিতে আসা এলাকাবাসীরা কারখানা তৈরির পক্ষে সামাল করলেন। এতে খুশি কারখানা কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তারা।