ছুটির দিনে ৬০ কিমিতে ঝড়, শিলাবৃষ্টি হবে ৮ জেলায়! সাবধান, বাইরে বেরোবেন না

আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে চলেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
weather rainn.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  

rainfall up.jpg

জানা গিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও। ওই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে। ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Add 1

cityaddnew

স

স