নিজস্ব সংবাদদাতা: গুসকরায় হনুমানের কাণ্ড! হোটেলে ঢুকে সেলফি, তারপর এন্ড্রয়েড ফোন নিয়ে চম্পট। পূর্ব বর্ধমানের গুসকরা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল শনিবার দুপুরে। গুসকরা বাসস্ট্যান্ড এলাকায় এক হোটেলে ঢুকে পড়ে এক হনুমান। সাধারণত হনুমানদের খাবারের প্রতি আগ্রহ দেখা গেলেও, এই হনুমানের মনোযোগ ছিল অন্যদিকে!
হোটেলে ঢুকে সে ভাত ও অন্য খাবার না খেয়ে খেতে শুরু করে মৌরি। হোটেল মালিকও হনুমানের অদ্ভুত কাণ্ড দেখে বেশ মজা পান। এর মধ্যেই ঘটে যায় চমকপ্রদ ঘটনা! হোটেল মালিকের সঙ্গে সেলফি তোলার পরই আচমকা তাঁর হাতে থাকা এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় হনুমান।
ফোন ফেরত পেতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়। মালিক সহ স্থানীয়রা হনুমানের পিছু ধাওয়া করেন। কিন্তু সে যেন পুরোপুরি খেলায় মেতে উঠেছে! একবার গাছে ওঠে, তো আবার লাফিয়ে অন্য জায়গায় চলে যায়। ফোনের মালিক ও প্রত্যক্ষদর্শীরা অনেক চেষ্টার পরও তাকে আটকাতে পারেননি।
শেষমেশ দীর্ঘ প্রচেষ্টার পর হনুমান নিজেই ফোন ফিরিয়ে দেয়! একসময় সে নিজের মন বদলায় এবং মালিকের দিকে ফোন রেখে গন্তব্যের দিকে রওনা দেয়। এমন বিরল ঘটনায় স্থানীয়দের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হনুমানটি যেন পুরোদস্তুর এক 'স্মার্ট' চোরের মতো আচরণ করছিল, আর শেষমেশ নিজের ইচ্ছেতেই ফোন ফিরিয়ে দিল!
এই মজার ঘটনায় গুসকরা শহরের মানুষজন বেশ আনন্দ পেয়েছেন। আর এমন ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি বলেই দাবি করছেন। তবে প্রশ্ন থেকে যায়, হনুমানের কি সত্যিই আধুনিক প্রযুক্তির প্রতি কৌতূহল জন্মেছে? নাকি সে শুধুই এক দুষ্টুমির অংশ হিসেবে এই কাণ্ড ঘটিয়েছে?