গুড়গুড়িপালের চুরি কাণ্ড

লাগাতার চুরির ঘটনা! এবার ব্যাঙ্কে চুরির চেষ্টা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

author-image
Aniket
New Update
RFS

 

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে একের পর এক চুরির ঘটনা। কখনো হার্ডওয়ার্স দোকানে, তো কখনো মদের দোকানে। সমবায় সমিতিতেও চুরির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। এবার খোদ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে চুরির চেষ্টা। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চোরেরা নাকি পৌঁছে গিয়েছিল টাকা রাখার ভল্টের কাছে। বাইরের দরজা ভেঙে ফেললেও ভল্টের ভেতরে থাকা টাকা বের করতে সক্ষম হয়নি। প্রায় দু'ঘন্টা ধরে তারা চেষ্টা চালিয়েছে চুরি করার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার কনকাবতী এলাকায়। শুক্রবার রাত এগারোটা থেকে শনিবার রাত একটা পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে গিয়েছে। তবে প্রত্যেকেই মুখে কাপড় বেঁধে ছিল বলে জানা গিয়েছে। যাতে কেউ তাদের সহজে চিহ্নিত করতে না পারে। ওই ব্যাঙ্ককের পাশেই রয়েছে কনকাবতী গ্রাম পঞ্চায়েত অফিস। পাশাপাশি আরও বাড়ি রয়েছে। তার মাঝে দু'ঘণ্টা ধরে ব্যাঙ্কের ভেতর রাতের বেলা এধরনের কার্যকলাপ চালালো। জানা গিয়েছে, শনিবার সকাল বেলায় স্থানীয়রা দেখতে পান ব্যাঙ্কের দরজা খোলা। এরপরই খবর যায় গুড়গুড়িপাল থানায়। পুলিশ গিয়ে দেখে খবর দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

শনি এবং রবিবার ছুটি ছিল ব্যাঙ্কের। ফলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ না আসা পর্যন্ত পুলিশকে অপেক্ষা করতে হয়েছে। পরে ব্যাঙ্কের অন্যান্য কর্মীরা এসে ভেতরে প্রবেশ করেন। সমস্ত জিনিস খতিয়ে দেখেন পুলিশকর্মী এবং ব্যাঙ্কের কর্মীরা। তবে কোনো টাকা চুরি যায়নি বলেই পুলিশ জানিয়েছে। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই কার্যকলাপের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাদের খোঁজও শুরু করে দিয়েছে। গুড়গুড়িপাল থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, "কোনো কিছু চুরি যায়নি। ঘটনার সমস্ত কিছু তদন্ত করে দেখা হচ্ছে।" উল্লেখ্য, এর আগেও চলতি বছরে একের পর এক দোকানে চুরির অভিযোগ উঠেছিল। তার কোনো হদিস মেলেনি বলে অভিযোগ চুরি যাওয়া দোকান মালিকদের। এবার জোরালো দাবি উঠছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের ধরার। অনেকেই মনে করছেন ইদানিংকালে যতগুলো চুরির ঘটনা ঘটেছে গুড়গুড়িপাল থানা এলাকায়, সব ঘটনায় এরা যুক্ত থাকতে পারে।