নিজস্ব সংবাদদাতা: নাতনিকে যৌন নিগ্রহের অভিযোগে CMCB পঞ্চায়েত এলাকা থেকে ধৃত অভিযুক্তকে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করল পুলিশ। শনিবার দুপুরে বছর ৫৫ ধৃত অভিযুক্ত দাদুকে ধর্ষণ ও POCSO আইনের ৬নং ধারায় মামলা রুজু করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করল নবদ্বীপ থানার পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার সকালে নবদ্বীপ ব্লকের অন্তর্গত গ্রামীণ এলাকায় প্রথম শ্রেণীর পড়ুয়া বছর ছয়েকের শিশু কন্যাকে নিজের বাবার কাছে রেখে দুয়ারে সরকারের শিবিরে গিয়েছিলেন শিশুটির মা। প্রয়োজনীয় কাজ শেষ করে মেয়েকে নিতে বাপের বাড়িতে এসে হতবাক হয়ে যান নির্যাতিতা শিশু কন্যাটির মা,দেখেন একরত্তির মেয়েটির শরীরের বিশেষ জায়গা থেকে রক্ত ঝরছে,সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করায় দাদুর কুকীর্তির কথা ফাঁস করে দেয় নির্যাতিতা শিশুটি।
চিকিৎসার জন্য শিশুটিকে ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে সন্ধ্যায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।