অপরাজিতা বিলের আইন প্রণয়নের দাবিতে মেদিনীপুর শহরে মহা মিছিল

শহরে মহা মিছিল।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ শহরের রিং রোড শহরের বিদ্যাসাগর হল থেকে জেলাপরিসদ হয়ে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। অপরাজিতা বিলের আইন প্রণয়নের  দাবিতে এদিনের এই মহা মিছিল হয়।

জানা গিয়েছে, মিছিলটি বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে বটতলা চক গোলকুয়া চক হয়ে পুনরায় বিদ্যাসাগর হলেই শেষ হয়। এই মিছিলে পা মেলান মামনি মান্ডি, মৌ রায়, হেমা চৌবে, অনিমা সাহা, পূর্ণিমা পইরা, মৌসুমী হাজরা সহ দলীয় অন্যান্য মহিলা নেত্রী ও সমর্থকরা। তাদের দাবি পুরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় এই মহা মিছিল থেকে। মৌ রায় জানান যদি এই বিলের যতাযথো সন্মান না দেয় কেন্দ্রীয় সরকার না পাস করে তাহলে আমরা আগামি দিনে শহর,গ্রাম স্তব্ধ করে দেবো।

পাশাপাশি ২২ নং ওয়ার্ড মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর মৌসুমী হাজরা জানান এই বিলে বিজেপি সরকার ভয় কেনো পাচ্ছেন যে তাদের নেতাদের কী মুখোস খুলে যাবে, যতোদিন না এই বিল আইনানুগ ভাবে প্রতিষ্ঠিত হয় আমাদের এই আন্দোলন জারি রাখবো। মহিলারা যাতে সন্মানের সাথে বাঁচতে পারে তারই প্রতিবাদে মহিলাদের এই মিছিল।