স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ: সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজছে সরকার
স্পেন-পর্তুগালে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ? সাইবার আক্রমণ? জানুন বিস্তারিত
হকিতে বিশেষ অবদান, পদ্মভূষণ পেলেন পিআর শ্রীজেশ
ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান, পদ্মশ্রী পেলেন অশ্বিন
পাত্তা দিল না ট্রাম্প প্রশাসন— রাশিয়ার প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতি কি ইউক্রেন যুদ্ধের শেষ আনবে?
পাকিস্তানের মাথায় চলছে কি? কেন বন্ধ হয়ে গেল আকাশসীমা?
জম্মু ও কাশ্মীর বিধানসভায় শোকপ্রস্তাব পাশ, সম্মতি প্রদান বিজেপির
পরিবহন থেকে ক্রীড়া ইভেন্ট : স্পেন-পর্তুগালের ব্ল্যাকআউটে বিপর্যস্ত মানব জীবন
ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি

গোয়ালপোখর কাণ্ডে নয়া মোড়! গ্রেফতার সাজ্জাকের এক সহযোগী

গোয়ালপোখর কাণ্ডে নয়া মোড়। এবার গ্রেফতার সাজ্জাকের এক সহযোগী। সূত্রের খব, সাজ্জাককে পালাতে নাকি সাহায্য করেছিল ধৃত শেখ হজরত। তবে শুধু আব্দুল নয়, সাজ্জাকের পলায়নে সাহায্য করে হজরত।  

author-image
Jaita Chowdhury
New Update
Bangladeshi Arrested

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: গোয়ালপোখর কাণ্ডে নয়া মোড়। এবার গ্রেফতার সাজ্জাকের এক সহযোগী। সূত্রের খব, সাজ্জাককে পালাতে নাকি সাহায্য করেছিল ধৃত শেখ হজরত। তবে শুধু আব্দুল নয়, সাজ্জাকের পলায়নে সাহায্য করে হজরত।  জানা যাচ্ছে, পালানোর জন্য নাকি সাজ্জাককে বাইক জোগাড় করে দিয়েছিল হজরত। আর পালানোর পর সাজ্জাককে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিল হজরত। উঠছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। 

প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশ সূত্রে দাবি ইতোমধ্যে গতকাল এনকাউন্টারে নিহত হয়েছেন খুনের মামলার বন্দি সাজ্জাক। যদিও এখনও অধরা সাজ্জাকের আরেক শাগরেদ আব্দুল হুসেন।