নিজস্ব সংবাদদাতা: সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে বিডিওকে লিখিত অভিযোগ জানালো বিজেপির পঞ্চায়েত সদস্য, শুরু রাজনৈতিক তর্জা। খতিয়ে দেখার আশ্বাস বিডিওর।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের ধামতোড় উত্তর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য পান্নালাল ভুঁইয়া ওরফে বুবাই ভুঁইয়ার বিরুদ্ধে সরকারি গাছে কেটে বিক্রি করার অভিযোগ তুললো ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা পঞ্চায়েত সদস্য গোপাল রাও।
এ নিয়ে তিনি ডেবরা বিডিও, ডেবরা ফরেস্ট সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, “কারোর কোনো অনুমতি না নিয়েই প্রকাশ্যে প্রায় ৪০ টির বেশী সরকারি গাছ কেটে বিক্রি করেছেন। আমরা প্রধানকে জানিয়েছিলাম। তাতেও লাভ হয়নি। তাই আমরা উচ্চ পর্যায়ে জানালাম। আমরা ওনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি”।
/anm-bengali/media/media_files/2025/03/24/U45qEs9B99j5tugH5QCW.jpeg)
অপরদিকে এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই পান্নালাল ভুঁইয়া ওরফে বুবাই ভুঁইয়ার দাবী, “গাছ কোনো চুরি বা বিক্রি হয়নি। আমাদের গ্রামে দীর্ঘদিন ধরে পূজো অর্চনা মহোৎসব হয়। পঞ্চায়েত থেকে প্রতিবছর নষ্ট হয়ে যাওয়া গাছ আমরা এই পূজোয় লাগাই। বিরোধীরা আমাদের বদনাম করার জন্য এই সব করছে”। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ী।