সরকারি দফতরে তালা! নেপথ্যে কোন কারণ?

সেচ দফতরে আটকে পড়ছেন কর্মীরা! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। পশ্চিম মেদিনীপুরে বিপদের হাতছানি।

author-image
Pallabi Sanyal
New Update
েোে

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : নদী বাঁধের অবস্থা বেহাল। অপরদিকে, নদীতে হু হু করে বাড়ছে জল। এবার নদী বাঁধের রাস্তা সংস্কারের দাবিতে সেচ দফতরের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের শালডহরী এলাকার। ওই এলাকার টাবাগেড়্যা থেকে হরিদ্রাপাট পর্যন্ত কাঁসাই নদীর বাঁধ বেহাল। বড় বড় গর্ত। যে কোনো মুহুর্তে নদী বাঁধ ভাঙতে পারে। এই মুহুর্তে নদীতে হু হু করে জল বাড়ছে। তাই চিন্তিত এলাকাবাসী।দ্রুত নদী বাঁধের গর্ত ও রাস্তা মেরামতের দাবিতে মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ সেচ দফতরের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।তাদের দাবি, দ্রুত এই রাস্তা মেরামত করতে হবে। যদিও এ বিষয়ে সেচ দফতরের লোকজন উদাসীন। কোনো উত্তর দিচ্ছে না তারা। তালাবন্দী হয়েই রয়েছেন সেচ দফতরের আধিকারিকরা। 

hiring 2.jpeg