নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথকুন্ডু এলাকার ঘটনা। অভিযোগ দিনের পর দিন মাটি কাটার মেশিন দিয়ে সরকারি খালকেটে চুরি হচ্ছে মাটি। ক্যামেরা দেখে গাড়ি ছেড়ে পালাচ্ছেন চালকেরা।
মাটির কারবারীদের দাবি খালটি ব্যক্তিগত মালিকানাধীন। সরকারি নিয়ম মেনে তারা মাটি কাটছেন। কিন্তু কোন বৈধ কাগজ দেখাতে পারেনি কেউই।
রাস্তায় ছুটে চলেছে মাটি বোঝাই গাড়ি। গাড়িতে নেই কোন সিও। চালকদের প্রশ্ন করলে তারা জানান মালিকের কাছে রয়েছে বৈধ কাগজ। সিও বিহীন গাড়ি ছুটে চলেছে রাস্তায় এতেই উঠছে প্রশ্ন, কি করে বৈধ কাগজ ছাড়া প্রশাসনের নজর এড়িয়ে চলছে মাটি বোঝাই গাড়ি। তাহলে কি প্রশাসনের একশ্রেণীর কর্মী এই অবৈধ কারবারের সাথে যুক্ত?
/anm-bengali/media/media_files/2025/03/29/c34689kk-237875.png)
বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের কোন অনুমতি না নিয়েই চলছে মাটির ব্যবসা।
এদিকে, স্থানীয় মানুষের দাবি ভূমি দপ্তরে জানিয়েও কোন কাজ হয়নি।
তবে, ঘাটালের মাটি চুরির খবর সম্প্রচারের পরেই প্রশাসনের আধিকারিকরা পৌঁছে যান ঘটনাস্থলে। আটক করা হয় দুটি মাটি বোঝাই ট্রাক্টর, একটি মাটি কাটার JCB মেশিন। ঘটনাস্থলে পৌঁছান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা ভূমি আধিকারিক ও ঘাটাল ব্লক ভূমি অধিকারিক। ভূমি দপ্তরের দাবি অবৈধভাবেই তারা এই মাটির কারবার করছেন তাই গাড়ি গুলিকে আটক করা হয়েছে। তবে খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন, তেমনটা মনে করছেন অনেকেই।