নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড় মৌজা। যেই মৌজায় একটি দাগে সরকারি জায়গা রয়েছে প্রায় ৪ কাঠা। যার বাজার মুল্য প্রায় ৪০ লক্ষ টাকা।সেই জায়গায় প্রোমোটিং হচ্ছে বলে অভিযোগ আসে।পরে সেখানে পুনরায় সরকারি বোর্ড লাগানো হয় ওই জায়গায়।ফের রাতের অন্ধকারে সরকারি বোর্ড পড়ে গেলো ক্যানেলের জলে। তাহলে প্রশ্ন উঠছে কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটালো ?
আবার সেই জায়গাতেও ঘর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু নিশ্চুপ সবাই।আবার সেই জায়গাতেই এলাকাবাসীরাও শ্মশান হিসেবেও ব্যাবহার করে।তাহলে একই জায়গায় ভিন্ন ভিন্ন চিত্র বার বার কেন উঠে আসছে।এই প্রশ্নই ডেবরা জুড়ে ঘুরছে।এলাকাবাসীরা চাইছে ব্যাক্তিগত উদ্যোগ নয়। সরকারি উদ্যোগে জায়গা চিহ্নিত করা হোক,শ্মশান থাকুক,যাদের নিজের জায়গা তারা তাদের ব্যাবহার করুর। আমরা চাই স্বচ্ছ একটা সিদ্ধান্ত। যা সরকারি ভাবে হবে।এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশও এসে পরিদর্শন করে গেলো।
আদতে এর কোনো সুরাহা হবে কিনা তা নিয়ে ধন্দে এলাকাবাসী।যদিও প্রশাষনিক ভাবে কেউই মুঝ খুলছেন না। তবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ তপন কুমার প্রধান জানান আমি বিষয়টি এই জানলাম।আমাকে কেউ অভিযোগ জানায়নি।জানালে বিষয়টি দেখবো।