নিজস্ব সংবাদদাতা: উত্তর-পূর্ব ভারতের চোরা শিকারী এবং বন্যপ্রাণী পাচারকারীদের নজর রয়েছে গরুমারা জাতীয় উদ্যানে। আর দীপাবলি উৎসব এবং ছট পুজো উৎসবের সময় সবাই যখন আনন্দে আত্মহারা তখন এই এলাকায় হানা দিতে পারে চোরা শিকারীরা। এই কারণে জঙ্গল এবং বন্যপ্রাণী রক্ষায় বাড়তি নজর দিচ্ছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ।
বুধবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় গরুমারা বন্যপ্রাণ শাখার বিভাগীয় বন আধিকারিক দ্বিজপ্রতিম সেনের নেতৃত্বে চললো বিশেষ অভিযান। সঙ্গে ছিলেন সহকারি বিভাগীয় বন আধিকারিক রাজীব দে। এদিন স্নিপার ডগ এবং গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত চারটি স্কোয়াড, দুটি রেঞ্জের বনকর্মীদের নিয়ে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডে অভিযান চালানোর পাশাপাশি জঙ্গল লাগোয়া বসতি এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হয়।
মূলত এই এলাকাগুলিতে ঘাঁটি গেড়ে বসে থাকে চোরা শিকারীরা। এই কারণে সন্দেহভাজন কাউকে দেখলে বনদফতর কিংবা পুলিশকে খবর দিতে বলা হয়েছে। সেই সাথে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে সন্দেহভাজন কোনো ব্যক্তি বড় ব্যাগ কিংবা কোনো কিছু নিয়ে জঙ্গল এলাকা দিয়ে যাতায়াত করতে চাইলে নজর রাখতে।
সম্প্রতি আসামের একটি ঘটনায় ব্যাপক পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এই ঘটনায় চোরাশিকার হতে পারে বলে মনে করছে বনদফতর। আগামী দিনে জঙ্গলের নিরাপত্তা আরো কয়েকগুণ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।