বন্যা কবলিত ডেবরার মেডিক্যাল ক্যাম্পে এলেন গোরখপুরের চিকিৎসক কাফিল খান

বন্যা কবলিত এলাকায় কাফিল খান।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় বন্যার দূষিত জল এবং দূর্গন্ধে  এলাকাবাসীর হাজা, চুলকানি, ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে। আই আবহেই আজ ২০ জনের মেডিক্যাল টিম নিয়ে ডেবরার বন্যা কবলিত এলাকায় এসে হাজির হলেন উত্তরপ্রদেশের গোরখপুরের চিকিৎসক ড: কাফিল খান।

সূত্র মারফত জানা গিয়েছে যে, একটি এনজিওর উদ্যোগে আজ সারাদিন ডেবরা ব্লকের জোতহাড়ো জ্ঞানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সারাদিনে ৬০০ জনের বেশী মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এলাকাবাসীরা জানান, ' বন্যার জল দূষিত হয়ে হাজা, চলকানি, ঘা হচ্ছে। এই ক্যাম্প আমাদের খুব প্রয়োজন ছিল। '

এই ক্যাম্পেই রয়েছেন উত্তর প্রদেশের গোরকপুরের বি আর ডি হাসপাতালের চিকিৎসক ড: কাফিল খান। উল্লেখ্য, উত্তরপ্রদেশের এক হাসপাতালে অক্সিজেনের অভাবে বহু শিশুর মৃত্যু হয়েছিল। সেই সময় এই চিকিৎসক নিজের পকেটের টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে এনে অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে তারা নাম উঠে এসেছিল।