নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেছেন, "বিজেপি নেতারা যেভাবে পশ্চিমবঙ্গে কর্তব্যরত একজন আইপিএস অফিসারকে খালিস্তানি বলে অপমান করেছেন, তা গ্রহণযোগ্য নয়। গোটা দেশে যাঁরা দেশের একতায় বিশ্বাস করেন, তাঁরাও মনে করেন যে এই দেশকে শক্তিশালী করতে হলে জাতপাত, ধর্ম, অঞ্চল বা ভাষার ভিত্তিতে কাউকে অপমান করা উচিত নয়। বিজেপি নেতা যেভাবে তাঁকে (আইপিএস অফিসার) প্রকাশ্যে অপমান করেছেন, তাতে বোঝা যাচ্ছে তাঁদের মধ্যে ঘৃণা কতটা প্রোথিত। ওঁরা (বিজেপি নেতারা) প্রত্যেককে শংসাপত্র দিচ্ছে এবং সংবিধানের সমস্ত সীমা অতিক্রম করেছে। আম আদমি পার্টি কড়া ভাষায় এই কাজের নিন্দা করছে এবং আমরা বিজেপিকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলছি।"