এবার বাংলায় লাইনচ্যুত মালগাড়ি! বারবার রেল দুর্ঘটনার কারণ কী?

ফের রেল দুর্ঘটনা ঘটল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
;ল

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার অর্থাৎ আজ রানাঘাট স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ি। মালগাড়ির শেষে গার্ড কেবিন লাইনচ্যুত হয় এদিন। সূত্রে খবর, কারশেডে নিয়ে যাওয়ার সময় মালগাড়ির বেশ কয়েকটি চাকা লাইন থেকে নেমে যায়। তবে কি কারণে এমনটা হল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন উঠছে।

সূত্রে খবর, রবিবার রানাঘাট স্টেশন থেকে রথতলা গেটের দিকে লাইন পরিবর্তনের সময় এই বিপত্তি ঘটে। যদিও ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। মালগাড়ির একাধিক চাকা লাইনচ্যুত হয়। লাইন পাল্টানোর সময় এই ঘটনা ঘটে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর রেলের কর্মীরা এসে পৌঁছান ঘটনাস্থলে। তাঁরা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

ল্কজব