বাংলায় ভয়ানক ট্রেন দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে শেষ

ধূপগুড়িতে লাইনচ্যুত হলো মালগাড়ির ইঞ্জিন ১২৪৯১(ডাউন)। ইঞ্জিন শান্টিং করার সময়ে লাইনচ্যুত হয়ে পড়ে ইঞ্জিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
goodstrain

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: ধূপগুড়িতে লাইনচ্যুত (Derailed) হলো মালগাড়ির ইঞ্জিন (Goods Train Engine) ১২৪৯১(ডাউন)। ইঞ্জিন শান্টিং করার সময়ে লাইনচ্যুত হয়ে পড়ে ইঞ্জিন। রেল লাইনের একেবারে শেষ প্রান্তে চলে আসে। রেলপাত (Railway Track) শেষ হয়ে সেই এলাকায় রাস্তার সঙ্গে মিশে গেছে। যদিও বড়সড় দুর্ঘটনা (Accident) কিছু হয়নি। ওই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে। ধূপগুড়ি স্টেশনের সাইট লাইন ৬ এন এন ৩৫ ক্রসিং গেটে এই ঘটনা ঘটেছে।  দুর্ঘটনার জেরে রেল লাইনের বড় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।