সরকারি কর্মীদের জন্য সুখবর, DA বৃদ্ধির সাথে বেতন বাড়ছে ১২%! বিরাট ঘোষণা সরকারের

রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য আবারও জানা গেল সুখবর। এবার অস্থায়ী কর্মচারীদের বেতন ১২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
cmmamataer.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য আবারও জানা গেল সুখবর। এবার অস্থায়ী কর্মচারীদের বেতন ১২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের অস্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের ন্যূনতম বেতন ৫৭,৭০০ টাকা হতে চলেছে।

mamatacmfk1.jpg

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার কারণে বেতন বৃদ্ধির বিষয়টি লাগু করার ক্ষেত্রে কোনো আইনি সমস্যা থাকবে কিনা সেই বিষয় নিয়ে আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হয়েছে

employeeq1.jpg

প্রসঙ্গত, শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্টারের দফতরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত জানিয়েছেন যে, “আপাতত অস্থায়ী কর্মীদের বেতন ১২ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা ন্যূনতম ৫৭,৭০০ টাকা পাবেন।”