নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহে ৫০০ টনের পর এবার গত তিন দিনে আরও প্রায় এক হাজার টনের বেশি ইলিশ পেল সুন্দরবনের মত্স্যজীবীরা। বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি বঙ্গোপসাগরে পূবালী বাতাস থাকায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, নামখানা, বকখালি-ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা ও রায়দিঘির মত্স্যজীবীদের জালে ধরা পড়ল টন টন রুপোলি শস্য।
চলতি ট্রিপে গভীর সমুদ্র থেকে ফেরা আরও কয়েকশো ট্রলার ঘাটে পৌঁছালে ইলিশের পরিমাণ আরও কয়েকগুণ বাড়বে বলে মনে করছে ডায়মন্ড হারবারের আড়ত মালিকরা। ওজনে ৫০০ গ্রামের বেশি থেকে প্রায় এক কেজি দুশো গ্রামের বেশি ওজন পর্যন্ত ইলিশ পাওয়া গেছে এখন। ইতিমধ্যে ইলিশভর্তি বাকি ট্রলার ফিরতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ ও রায়দিঘির ঘাটগুলোয়। গতকাল রাতে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের আড়তগুলোতে পাইকারি দরে ইলিশের দাম ছিল ৫০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত ওজন পিছু ৫০ থেকে ১০০ টাকার বেশি।