ঘটালে খুশির খবর, শুরু হল নির্মাণ

বন্যায় ভেঙে গিয়েছিল ঘাটালে বামফ্রন্ট আমলে তৈরি দুটি ফুট ব্রিজ, এক কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে তৈরি হচ্ছে দুটি ব্রীজ। খুশি ঘাটাল পৌরবাসীর পাশাপাশি বেশকয়েকটি গ্ৰাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

নিজস্ব সংবাদদাতা: বন্যায় ভেঙে গিয়েছিল বামফ্রন্ট আমলে তৈরি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দুটি ফুট ব্রিজ। ব্রিজগুলি ভেঙ্গে যাওয়ায় যাতায়াতের সমস্যায় পড়েছিল ঘাটাল পৌরবাসীর পাশাপাশি মনসুকা এক ও দুই গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড চাওলী ও ৭ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় ভেঙে যাওয়া সেই দুটি ফুট ব্রিজ ১ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে তৈরি হচ্ছে।

ব্রিজ তৈরি হওয়ায় খুশি ঘাটাল পৌরবাসী থেকে শুরু করে ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। ঘাটাল ব্লকের মনসুকা এবং রামচন্দ্রপুর থেকে ঘাটাল হাসপাতাল, আদালত এবং ঘাটাল শহর যাওয়ার একমাত্র পৌর ঢালাই রাস্তা, সেই রাস্তার মধ্যে এই ব্রিজ দুটি তৈরি হচ্ছে একটু বড় আকারে। ফলে এক দিকে যেমন যাতায়াতের সুবিধা হবে অন্যদিকে শিলাবতী নদীর জলে প্লাবিত  পৌর এলাকার আটকে থাকা জমা জল সহজেই বেরিয়ে আসবে এলাকা থেকে, সুবিধা হবে কৃষকদেরও।