নিজস্ব সংবাদদাতাঃ সরকারি কর্মচারীদের জন্য এবার জানা গেল সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কর্মচারীদের শীঘ্রই বাড়ানো হবে ডিএ বা Dearness Allowance। জানা গিয়েছে, জুলাই মাসে আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র পরিমাণ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে সরকারের তরফে।
প্রসঙ্গত, সেই বর্ধিত ডিএ পেতে জুলাই মাস পার হয়ে যাবে। ডিএ বাড়তে বাড়তে সেপ্টেম্বর মাসও চলে আসতে পারে। তবে তা পুজোর আগেই হবে। জানা গিয়েছে, পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্ধিত ডিএ পেতে চলেছে।
সরকারের তরফে জানা গিয়েছে, দেশে বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ৫০ শতাংশ। এই বর্ধিত ডিএ-র পরিমাণ জুলাই মাসে আরও ৪ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হবে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশন ভোক্তাদের মূল বেতনের সাথে ৫০ শতাংশ ডিএ যুক্ত হয়। যা জুলাই মাসের পর বাড়তে চলেছে। জুলাই মাস থেকে বর্ধিত ভাতাও দেওয়া হতে পারে।
দেশে মুদ্রাস্ফীতির হার পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা ধারণা করেছে জুলাই মাসে ৪% ডিএ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের। ডিএ বাড়ার ঘোষণা হতে পারে জুলাই মাসের পর। তবে, তা জুলাই মাস থেকেই ধার্য হবে। বরদিত ডিএ সংক্রান্ত ঘোষণা হওয়ার পর তা কর্মচারীদের বেতনের সঙ্গে যুক্ত করা হবে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত শ্রম মন্ত্রকের কাছ থেকে পাওয়া তথ্য থেকে ধারণা করা গেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং, এরপর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ-র পরিমাণ ৫৪ শতাংশ হবে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, দেশে মুদ্রাস্ফীতির হার যাই থাকুক না কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র হার জুলাই মাসে অবশ্যই বৃদ্ধি পাবে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির হার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বা সর্বভারতীয় উপভোক্তা মূল্যের উপর নির্ভর করে। তাই এই পরিসংখ্যানটি যত বৃদ্ধি পাবে তত ডিএ-র পরিমাণও বাড়বে। সুতরাং, বলা যেতে পারে চলতি বছরে ডিএ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জোড়তাড়। তবে ঠিক কবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির পরিমাণ ঘোষণা করা হবে, তা জানার অপেক্ষাতে রয়েছে দেশের সরকারি কর্মচারীরা।