শিল্প দপ্তরের উদ্যোগে ৭ কোটি ৮৬ লক্ষ্য টাকা ব্যয়ে তৈরি হচ্ছে গোল্ড হাব! এখন শুধু উদ্বোধনের অপেক্ষা

গ্রামবাসীর দাবিকে গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-04 at 3.08.37 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ও ২ ব্লক এবং ঘাটাল ব্লকের হাজার হাজার যুবক ভিন রাজ্যে স্বর্ণ শিল্পের সাথে যুক্ত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি গোল্ড হাব তৈরী করে দেওয়ার। এলাকাবাসীর চাহিদাকে মান্যতা দিয়ে ২০২৩ সালের ১৬ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোল্ড হাবের শিলান্যাস করেন। দাসপুর ২ নম্বর ব্লকের ফরিদপুর এলাকায় শুরু হয় গোল্ড হাব তৈরির কাজ। তিনতলা বাড়ি বিশিষ্ট এই গোল্ড হাব তৈরির জন্য মোট খরচ হয়েছে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা। ২ বছরের মধ্যে গোল্ড হাব তৈরির কাজ প্রায় শেষের পথে আর এখন তা শুধু উদ্বোধনের অপেক্ষায়। এলাকার মানুষ চাইছেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হোক গোল্ড হাবের। গোল্ড হাব চালু হলে বৃদ্ধ মা-বাবা এবং পরিবারকে ছেড়ে মাসের পর মাস ভিন রাজ্যে কর্মসূত্রে পড়ে থাকতে হবে না ঘাটাল মহকুমার যুবকদের। বাড়ির সামনেই পাবে কাজ। তাই স্বভাবতই খুশি এলাকার মানুষ।