আলু কিনতে গিয়ে ছ্যাঁকা ! কম দামে বিক্রি হচ্ছে এই বাজারে

আলুতে ছ্যাঁকা।

author-image
Adrita
New Update
COVER-Recovered২২

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণাঃ খোলা বাজারে অগ্নিমুল্য আলুর দাম। আলু কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। বাজার মুল্যের থেকে কম দামে ক্রেতাদের আলু পেতে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে চন্দ্রকোনা রেগুলেটেড বাজারে চালু হল ন্যায্য মুল্যে আলু বিক্রয় কেন্দ্র।

আজ সোমবার থেকে চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের রেগুলেটেড বাজারে চালু হল সরকারি ভাবে এই কেন্দ্র। এই আলু বিক্রয় কেন্দ্রটির উদ্বোধনে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লক কৃষি আধিকারিক এস.মাসান্তসহ পশ্চিম মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটির আধিকারিক ও কর্মীরা।

সূত্র মারফত জানা গিয়েছে যে, কেজি প্রতি ২৮ টাকা দামে এই আলু বিক্রয় কেন্দ্র থেকে আলু কিনতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি এই স্টলে রাখা হবে পিঁয়াজও। বাজার মুল্যের থেকে কম দামে আলু পেয়ে খুশি ক্রেতারা। কিন্তু তারা চাইছেন সরকারি স্টল থেকে যে আলু তারা কিনছে তা যেন তারা নিজেদের পছন্দমতো বেছে নিয়ে কিনতে পারেন।

বাজারে অগ্নিমুল্য আলুর দামে রাশ টানতে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তরের এই উদ্যোগ কতটা কার্যকর হয় সেটাই দেখার।

Adddd