নিজস্ব সংবাদদাতা: কেরলের পাথানামথিট্টার এক ১৮ বছরের তরুণী দীর্ঘ পাঁচ বছর ধরে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। তার অভিযোগ, কোচ, সহপাঠী, ক্রীড়াবিদসহ ৬০ জন মিলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে। এতদিন ভয়ে সব কিছু মুখ বুজে সহ্য করলেও, অবশেষে এক স্কুলশিক্ষকের নজরে তার শারীরিক পরিবর্তন আসার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
শিক্ষকের মাধ্যমে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে বিষয়টি জানানো হয় এবং কাউন্সেলিংয়ের সময় তরুণী প্রথমবারের মতো নিজের অভিজ্ঞতার কথা জানান। এরপর পুলিশে অভিযোগ জানানো হলে, পকসো ধারায় মামলা রুজু করা হয়। এই ঘটনায় অভিযুক্ত 41 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং 6 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সুবিন (২৪), এস সন্দীপ (৩০), ভিকে ভিনিথ (৩০), কে আনন্দু (২১), এবং শ্রীনি ওরফে এস সুধি শ্রীনি (২৪)। সুধি আগে থেকেই অন্য এক ধর্ষণের মামলায় জেলে ছিলেন। তবে পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে এবং তরুণীর অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাকে একজন মনোবিজ্ঞানীর কাছে কাউন্সেলিং করানো হয়েছে। পুরো ঘটনায় কেরলের ক্রীড়া জগতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।