BIG BREAKING: অপারেশন সিঁদুর এখনও চলছে, নিকেশ ১০০ পাক জঙ্গি!
পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন
পাক সেনার নিশানায় সেই সাধারণ নাগরিক, তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছে ভারত
বাতিন্দা জেলায় বিধ্বস্ত বিমান— ভারতীয় কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য
জঙ্গি মাসুদ আজহারের ডেরায় মৃতদেহের লাইন! এই ছবিগুলি এখন ভাইরাল
BREAKING: অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে নেমে গেল পাকিস্তান! নিহত-আহতের সংখ্যা কাঁদিয়ে দেবে
ভারত-পাক উত্তেজনায় চুপ আমেরিকা—বিশ্ব নেতৃত্বে শূন্যতার ইঙ্গিত?
BREAKING: সীমান্তে কিসের আশঙ্কা? কিছু দেখলেই গুলি চালাতে বলে দিল মোদী
অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠক, দেশের ঐক্যের বার্তা দিল কেন্দ্র

TMC : তৃণমূলের বিরাট পদক্ষেপ, দলের তরফে দেওয়া হল খেজুর, চিনি, দুধ

মঙ্গলবার ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের ভামাল, মরুনিয়া গ্রামে পবিত্র রমজান (Ramadan) মাসের জন্য সাঁকরাইল  ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের পরিবারের হাতে লাচ্ছা, খেজুর, চিনি, দুধ তুলে দেওয়া হয়।

author-image
Pritam Santra
New Update
ramadan

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের ভামাল, মরুনিয়া গ্রামে পবিত্র রমজান (Ramadan) মাসের জন্য সাঁকরাইল  ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের পরিবারের হাতে লাচ্ছা, খেজুর, চিনি, দুধ তুলে দেওয়া হয়। মঙ্গলবার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, সাঁকরাইল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ভৌমিক, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের  ঝাড়গ্রাম জেলা কমিটির সহ সভাপতি মিনাজ সেক, ব্লক তৃণমূল  কংগ্রেসের সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ মাহাত, ছত্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যজ্ঞেশ্বর মাহাতো, ছত্রী অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভবেশ মাহাতো, ছত্রী অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মান্ডি সহ দলের অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বিভিন্ন জিনিসপত্র তুলে দেন তারা। সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রোজা রেখেছেন। কয়েকদিন পরেই পবিত্র ঈদ উদযাপন অনুষ্ঠিত হবে। তাই মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য পবিত্র ঈদ উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন লাচ্ছা, খেজুর, চিনি, দুধ সহ বিভিন্ন সামগ্রী মুসলিম সম্প্রদায়ভুক্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।